আসি আর যাই
হৃদয়মাঝে বাজে বীণা আমোদ ব্যথায় ।
আসার আমোদটুকু আর টেকে কতোক্ষণ
যাওয়ার সময় হলে কেঁদে যায় দু নয়ন ।


বিশাল জগৎমাঝে খেলা চলে রোজকার
আসা আর যাওয়াটা যেন লীলা সব'কার ।


কিছু তার স্বাভাবিক কিছু চাপ বড়ো
দেশ কাল পাত্রের জটিল গহ্বর ।