১.
ভাবছে বসে চাষীর বেটা  
খরায় খেল দেশটা গোটা
ধুধু প্রান্তর
জাদু মন্তর
বৃক্ষরোপণ ভেলকি সেথা l


২.
গাছ কেটে আসলো তো কুমির
নাই জল কল্ কল্ শীতল সমীর
বালি ধুধু
গাছই শুধু
আনে জল ছায়া সুনিবিড় l


৩.
মংলুর ছেলে জংলু গেল বনে
কাটলো যে কতো গাছ অকারণে
এখন বুঝছে ঠেলা
খরায় ক্ষতি মেলা
মংলু জংলু গাছ লাগায় এক সনে l


৪.
বনের ধারে বাস করে যে
বনকে ধারণ করে নিজে
তার প্রাণের টানে
যেই বৃষ্টি নামে  
বন জুড়ে যায় চারা পুঁতে l


৫.
গাছ দল ফিরে আনে ছায়া
আর আনে জলধর কায়া
মাঠ জুড়ে জল
ক্ষেত ভরে ফল
আর বাঁচে কিষাণের হায়া l


৬.
গাছের সঙ্গে গাছের হলো কথা
বুঝলো না কেউ গাছের মনের ব্যথা
তাদেরই খায়
তাদেরই দায়
তবু গাছ কাটে চুকাতে ল্যাঠা l


৭.
কা কা করে কাক কাকভোর থেকে
ফোটে ঐ কথাকলি আড্ডার ঠেকে
বৃষ্টির ঝমঝম
ঝোড়ো বায়ু শনশন
হাঁসগুলি সাঁতরায় পানাভরা লেকে l


৮.
মহাবীর বলরাম বড়ো তার তেজ
ভোজনে খায় সে শুধু জানি ভেজ
করলার ছেঁচকি
ভরা ডেকচি
ঘোরায় হাতি ঘোড়া ধরে তার লেজ l


৯.
জল ধরেছি জল ভরেছি জল করেছি জমা
জলের চিন্তা দূর করেছি দাওগো এবার ক্ষমা
জমা জলে মশক
রক্তচোষা শোষক
ডেঙ্গি মশা ডিম পেড়েছে অসুখের রমরমা l


১০.
মানুষের বাড়ি যদি জল জমে একটুক
সরকারি লোক এসে ধমকায় টুকটুক
সরকারী জমি
শুধু পানি পানি
সেবেলায় কথা নয় সবকিছু চুপচুপ l


১১.
মানুষের বাড়ি যদি পড়ে একমাস বিল বাকি
সোজা লাইন কাটা, চলে নাকো কোনো ফাঁকি
সরকারী ঘুঁটিতে
বিল বাকি কোটিতে
তবু অবিরাম সেবা পায় তাঁরা যে ভীষণ লাকি l


১২.
এসে পড়েও আসে নি তো পুরোপুরি
ট্রাফিক জ্যাম নাকি অন্য কারণ ধরি
আটকেছে সকাল
বন্ধুবিহীনে অকাল
আয় বাবা তাড়াতাড়ি বাকি কাজ করি l