চাঁপার বনে খুঁজছি তোমায় হন্যে হয়ে
বিষের কামড় দিচ্ছে কীটে নিচ্ছি সয়ে l
আমলকি বন টপকে গেছি খুঁজতে তোমায়
কুন্দবনে রৌদ্র সেঁকে পায়ের পাতায় l
পথে পাহাড় পার হয়ে যাই স্বপ্ন নিয়ে
কুলিক নদীর নিথর জলে নিচ্ছি ধুয়ে l
নিচ্ছি ধুয়ে পথের ধুলো জ্যোৎস্না রাতে
হাওয়ায় দোলে পাপড়ি ফুলের সুপ্রভাতে l
মেঘলা আকাশ খোঁপায় গোঁজা কিশোরী মন
বনে শ্যাওরার পাপড়িগুলো ঝমঝমাঝম l
জল টপাটপ ঝরছে কেবল টিনের চালে
টুনটুনিদের ছোট্ট বাসায় কুলের ডালে l
দূরের গ্রামে বিন্নীধানের ভরা হাটে
একলা মনে বাঁশির সুরে সময় কাটে l
টাপুর টুপুর ভালোবাসা উঠছে জমে
হু হু বাতাস দিচ্ছে কামড় মনের কোণে l
কাঠ করবীর সুবাস ছড়ায় হাওয়ার তালে
চাঁপার বনে ডাকলে তুমি এই সকালে l
দোলনচাঁপা ইশারাতে ডাকছে আমায়
থরথরে বুক আমার মনের আকাশ কাঁপায় l