জলে আকাশ স্থলে আকাশ আকাশ গগন তলে
নীল নীলিমায় ভাসছে সকল বৃক্ষ দূর্বাদলে l
মেঘ জমেছে আকাশকোলে বিচিত্র তার রূপ
প্রতিকৃতি তারই যতো দিয়েছে জলডুব l
হাল্কা রোদের আভা ছড়ায় দিগ্ দিগন্ত জুড়ে
মায়াবী এক বাঁধন যেন দিয়েছে সব মুড়ে l
জলের ধারা চলছে দূরে অনেক দূরের শেষে
আকাশ যেন নীচে নেমে গেছে পুরো মিশে l
পাশে যতো জমিজমা গাছ গাছালি সবই
একই রঙে মেতেছে সব অপূর্ব এক ছবি l
হাঁটাপথে চলতে চলতে অনেক পথের শেষে
আকাশ রঙে ভেসে যাওয়া অচেনা এক দেশে l
করছে খেলা মাটি আকাশ মেঘের সঙ্গ পেয়ে
জলধারা দিচ্ছে সঙ্গ খুশির সুরে নেয়ে l
বাঁশের সেতু ধরে মানুষ করছে পারাপার
এমন দিনে ভীষণ মজা আবার হারাবার l