যখন বয়স হলো ষোলো গুটি গুটি প্রেম এলো l  
শরীরগঠন, সাথে মনে নতুন খেলা শুরু হলো l


যেদিকে তাকাই নারী দর্শন একদিকে শুধু মন
সকলেই তার বড়ো সুন্দর দেখে খুশি এ নয়ন l
শত কলি মাঝে এক মনে বাজে তাকিয়ে থাকি
পড়াশোনা জলে আর যতো কাজ সবেতেই ফাঁকি l
মন চঞ্চল হুঁশ উরু উরু শয়নে স্বপনে শুধু
বারে বারে দেখি এক সে বদন সবখানে রূপে বধূ l
সব কিছু তার বড়ো ভালো লাগে হাঁটা চলা কথা বলা
ভালো লাগা বেড়ে ভালোবাসা শুরু অন্তর মন জ্বলা l


মনের এ দশা করি নি গোপন বন্ধু মহলে জানা
কতো উপদেশ শলা পাই তার যায় নাকো হাতে গোনা l
প্রয়োগ কখনও করিনিকো তার ভয় পাছে সব যায়
সবটুকু পেতে চেষ্টা করলে পাছে যায় সব হারায় l
খোঁজ খবরেতে তার সব জানি কিসে ধরে মন তার
সেই সব মাঝে আপনারে রাখি ভালো লাগে বার বার l
কতো যে প্রয়াস কাছে যাই তার শুভ কামনার রাশি
খুঁটিনাটি তার সবে দেই জোর দেই প্রেমময় হাসি l


চেয়ে থাকি শুধু চেয়ে চেয়ে থাকি চাঁদপানা মুখে তার
সেও বুঝি চায় বারে বারে চায় মেলে আঁখি বার বার l
চোখের সে ভাষা বুঝি দুজনাই ধীরে ধীরে কাছে আসা
কথা গুটিগুটি ক্ষণে খুনসুটি গড়ে ওঠে ভালবাসা l
চাঁদের কিরণ ফুলের সে শোভা পাহাড় সমুদ্র যত
নদী খাল-বিল মিলেমিশে সব সাথ দিলো অবিরত l
পৃথিবীর যেথা সুখ যত ছিল সব এলো এই ধড়ে  
ভালোবাসাটুকু ফুরালো তখন বধূ এলো যেই ঘরে l