আর বোলো না আর বোলো না
কি বলবো ভাই
ইস্কুলে দিদিমনিগুলো - তাঁদের কথা
ভাবলে হাসি পায় l
সবাই পাগল, সবাই আস্ত - আজব আজব কান্ড
নিত্যদিনই বিদ্যালয়ে ভাঙে কতো ভান্ড l


এক তার শুধু খান খেতে খেতে খিদে বাড়ে
লুচি খান, চা পান -  চপ, ফুচকা ঠিক তার পরে l
তবু তাঁর আরো চায়, আনো রকমারি খাদ্য
টক ঝাল মিষ্টি, আরও কিছু - তাঁর খিদে অবাধ্য l
ইস্কুলে বিক্রেতা শাড়ি তার করে বের  
দিদিমনিগুলো সব শাড়ি নিয়ে করে ঢের l
একজন কি যে বলি রোজ তাঁর হয় দেরি
রকমারি অজুহাত রোজ রোজ এককাঁড়ি l
একজন বেশি দামী যদি কিছু পরে আসে
উদাসীন কলিগেরা তাকায় না সেই পাশে
কতোখানি ব্যথা তাঁর অভিমানে মুখ লাল
জনে জনে গিয়ে বলে পোশাকের হালচাল l
মুখের ওপর আর কি বা করা যায়
"কি সুন্দর লাগছে তোকে" সকলেই সুর গায়  l  
এতে নাকি দম বাড়ে বাড়ে তাঁর শক্তি
ভালো ভালো শাড়ি পরে বাড়ে শাড়িভক্তি l
ফেসবুকে পোষ্ট দিলে কমেন্ট জরুর চাই
ভালো ভালো কথাগুলো - হোক মিছে হোক তাই l
একজন - বিনিয়োগ বিষয়ে ভারি নাকি বিজ্ঞ
একা একা বিনিয়োগে তিনি কৃতবিদ্য
টাকা বাড়ে ডুবে যায় ইস্কুলে গল্প
এতো সব জঞ্জালে পড়াশোনা অল্প l