এক ভেল্কি দুই ভেল্কি তিন ভেল্কি দেখ
ষোলো চাক্কা গাড়িকে তোলে জ্যাক
যতো পালোয়ান সেরা যতো কাত
ডান পালোয়ান বাম পালোয়ান সব মাত
সব রঙ গিয়ে এক রঙটাই শুধু তার
সব স্বর ডাকে এক সে হুক্কা হুয়ার
অধিকারী যতো চায় অধিকার
চায় না তো ভিক্ষা রাশি রাশি ভার
চারিদিকে তবু দান আর খয়রাত
নিয়োগশূন্য সময়, আঁধার রাত l
সুশীল সমাজ বাঁধা পড়ে যায় সব
এত অনাচারে নেই কলরব l
উন্নয়নের ফানুস ওড়ে কতো
অধিকারবোধ মিলায় শূন্যে যতো l