ঠক ঠক ঠক করে কেঁপে যায় দেশটা
আর কাঁপে ঘরে বসে ভীতুরাম কেষ্টা l
শুনছে সে টিভিতে আর পড়ে কাগজে
বেড়ে যায় সংখ্যাটা চাপ পড়ে মগজে l
বেড়ে যায় রুগী আর বেড়ে যায় মৃত্যু
দেশে দেশে সবদেশে করোনার গিট্টু l
কি যে আর করা যায় ভাবে গোটা বিশ্ব
ভেবে ভেবে একসার প্রাণগুলি নিঃস্ব l
অনেকটা ভেবে শেষে ভাইরাস স্বভাবে
লক ডাউন ব্যবস্থা সমুচিত তা ভাবে l


এইভাবে দেশে দেশে লক ডাউন চললো
ওষুধ ও টীকা কিছু তার খোঁজ পড়লো l
লক ডাউন মানে তবু সংখ্যাটা বাড়ছে
তবু তো কাবুতে তাই মেয়াদটা বাড়ছে l
ঘরে থেকে দূরে থেকে নিজেদের বাঁচিয়ে
বেঁচে থাকে বিশ্বটা পরিণাম আঁচিয়ে l
ঝুঁকি নিয়ে নিজেরা সেবা দেন ডাক্তার
প্রশাসন সাথে থাকে সাহায্য বিস্তর l
ভীতু হই ঘরে থাকি মেনে চলি লকডাউন
কেষ্টার পথ ধরি কি গ্রাম কি টাউন l