মামাবাড়ি মামাবাড়ি মামাবাড়ি প্রিয়
পড়াশোনা নাই শুধু আদরটা নিও l
মামা মামী দাদু দিদা আর ভাই বোন
কেউ নেই পর জেনো সবাই আপন l
আপন বলতে তারা শুধু খুশি রাখে
মন যেটা চায় তাই দেয় সাথে সাথে l
পোশাক আশাক পাই কতো রংচঙে
পোজ দিয়ে ছবি তুলি কতো নানা ঢঙে l
পৃথিবীর সব সুখ মামাবাড়ি আছে
ফুলফল ফলে থাকে কতো নানা গাছে l
পাড়ি ফুল পাড়ি ফল মন ভরে খাই
বকবার কেউ নেই আদরের তাই l


মনমতো খাইদাই মনমতো খেলি
অমলেট পাঁউরুটি কেক সাথে জেলি l
খেয়ে নিয়ে মাঠে গিয়ে কতো কতো খেলা
খেলতে খেলতে জানি হয়ে যায় বেলা l
নেয়ে ঘেমে ঘরে ঢুকি কেউ বকেনাকো
টপ করে স্নান সেরে মাছ ভাত মাখো l
মাছ খাই ডিম চলে মাংসও থাকে
গল্পের বই নিয়ে পড়ি ফাঁকে ফাঁকে l
সিরিয়াল দেখি আর সিনেমাও চলে
মোবাইলে নেট করি ভাইবোন মিলে l
ফেসবুক হোয়াটস্যাপ মেসেঞ্জারেতে
সারাদিন সারাদিন থাকি পুরো মেতে l


মামাবাড়ি আমাদের চির প্রিয় স্থান
আনন্দ আল্হাদে বড়ো অবদান l
ছুটি যেই শেষ হয় ফিরি নিজ বাড়ি
ভাবনাটা এলে মনে মুখ হয় হাঁড়ি l
505