মেঘ গুড়গুড় করলো যখন বিনা মেঘে মাথায়
ফাঁকা পকেট বিদেশযাত্রা বেরিয়ে গেলো তাতাই l
তাতাই গেলো সঙ্গে গেলো তার বন্ধু জটা
পোঁটলা পত্র গুছিয়ে নিলো জিনিস কাজের ক'টা l
সাধুবেশে ঘুরে বেড়ায় বিন টিকিটে রেলে
খাবার জোটে মন্দিরেতে সময়মতো গেলে l
বিদেশ মানে নিজের দেশেই দূরের কাছের শহর
গঞ্জ গাঁয়ে ঘুরে জোটায় অভিজ্ঞতার বহর l
পাঁচমেশালি ভাষায় করে মনের ভাবের প্রকাশ
হরেগড়ে কোনোরকম প্রকাশ মনের ফোকাস l
দিন চলে যায় মাস চলে যায় অনেক দিনের পরে
ঘুরতে ঘুরতে চক্রাকারে ফেরে নিজের ঘরে
কাকতালীয় ব্যাপার হলো ঘরে ফেরার দিনে
আবার সেদিন মেঘ গুড়গুড় মনের গোপন কোণে l