মেঘে মেঘে মাতে মেয়ে মন মেঘনায়
পশুপ্রেমে খ্যাতি তার এই দুনিয়ায় ।
থাকে বহু দূর দেশে লেখা পড়া নিয়ে
কাটা ছেঁড়া জোড়া তালি শরীর বিষয়ে ।
একবার গড়েছিল পুরো এক পাটি
হাসিমুখ ছবি তার হাঁটে হাঁটি হাঁটি ।
সেইবার পেয়েছিলো ছোট এক ছানা
বাড়ি বয়ে এনেছিলো শোনেনিকো মানা ।
সেই গিগি নিয়ে বাবা হয়েছে পাগল
ছুটে গেছে কালঘাম ঘরময় গোল ।


কলেজে কি নাচগান মডেল বাহার
কিন্তু সে করে জেনো স্বল্প আহার ।
এতো এতো পড়া তার ঐ টুকু দেহ
মন জুড়ে ভরা আছে পশুপ্রেম স্নেহ ।
অনেক অনেক দিন পরেও যখন
ঘরে পড়ে মেঘনার ঐ শ্রীচরণ
গিগি তাকে চিনে নিয়ে একেবারে ঠিক
চেটে খায় গাল মুখ ঠিক ঠিক ঠিক ।
ক'দিনেই ডাক্তার আমাদের মেয়ে
ধন্য সে পিতামাতা মেঘনাকে পেয়ে l