এক :


মিড ডে মিলের মেনু দেখে
চোখ নাকি কপালে ওঠে
ডিম মাছ পোস্ত দানা
আলু সয়া সব্জি গোণা
চাটনি সেটাও শেষের পাতে
কতো বরাদ্দ এই খাতে ?
ভাত ও ডাল সাজিয়ে থালায়
বরাদ্দ যা সাহস পালায় !
কিন্তু
পাচ্ছে সবাই অযথা ভয়
ইচ্ছা থাকলে উপায়ও হয়.......


দুই :


ব্যাগ বই মেঝেয় ফেলে খেলার নেশায় মাতে  
সেই ব্যাগ কাঁধে করে ছুটে ইস্কুলটাতে l
ইস্কুলে যাবে না বলে জেদে ছিলো পুচকা
হঠাৎ শোনে আজ স্কুলে খাবার মেনু ফুচকা l
ভালোই ছিলো খাওয়া তাদের ডিম ডাল মাছে
হঠাৎ মেনু পাল্টে এলো নুন আর ভাতে l
সেই যে পুচু স্কুল ছেড়েছে যাওয়ার নেয় না নাম
খোঁজ রাখে না এম. পি. এসে কি দিলেন বদনাম l
তাই তো স্কুলে মেনু পাল্টে ফুচকা এবং লস্যি
এবার সবাই স্কুলমুখো হোক না যতো দস্যি l
তবে যে তাঁরা বলে বেড়ান বরাদ্দে মাথা গোল
এই তো দিব্যি ফুচকা হলো সঙ্গে দই এর ঘোল l
খাওয়া হবে পড়া হবে হবে তা ধিন ধিন তা
মেনু দেখে খুশি ঝরে ভালোই যাবে দিন টা l