আলোকবর্ষ ধরে গভীর গহন অন্ধকার থেকে
জীবনপথে সময় বয়ে চলে ব্যতিক্রম ব্যতিরেকে
বাস্তবে বাঁচে অতি সাধারন দৃষ্টিটা থাকে দূরে
মাটিতে প্রোথিত পা যুগল তার চোখ ছায়াপথ ঘোরে
দখল নিয়েছে মহাকাশ জুড়ে গ্রহ নক্ষত্র সকল
কখনো চাঁদ কখনো বা মেঘ বিবাদে সয়েছে ধকল
তারাদের ঘিরে কতো ভাব জাগে রচে যায় কতো গান
গগনে গগনে মেঘ চাঁদ খেলা ভরায় মানব প্রান l


এই পৃথিবীতে বাস করে তবু সব পৃথিবীর খোঁজ
তারারাজি যতো নিজ নিজ গুনে প্রভাবিত করে রোজ
ছোট্ট জীবনে অমরতা আসে অসম সাধনা বলে
বিপুল বিশাল আঁধার রাজ্যে আশাদীপ থাকে জ্বলে
এপার ওপার সব পার ঘিরে মানব মনন সচল
এক তারা খসে তবু তার রসে প্রান্তর আলো উজ্জ্বল l