কাঁটাতারের এপারে আমি
ওপারে সেই আমি
বধির শাসন দেয়াল তুলে
ছড়ায় বিভেদবাণী ।


এপারেতে সবুজ ঘাস
নদীর খর স্রোত
ঘন বনের বিজন দূরে
একই রবির রোদ ।


একই ভাষা উভয় পারে
একই সুরের গান
এক হৃদয় দেয় যে দোলা
সমান নাড়ির টান ।


ভায়ের মায়ের সমান স্নেহ
বোনের খাতির যতো
জাতি ধর্ম নির্বিশেষে
সমান অবিরত ।


দেয়াল ভাঙা ভালোবাসা
পরকে আপন দেখে
রাষ্ট্রনেতার বিভেদনীতি
পাশে সরিয়ে রেখে ।