দুনিয়ায় যতো কিছু দুই দিক আছে তার
ভালো আছে মন্দও করিনা তো অস্বীকার l
করোনার ভাইরাসে হাহাকার চারিদিকে
রোজ মরে হাজারে তো ভুগে কতো লাখে লাখে l
বন্ধ যে কতো কিছু লক ডাউন নিয়মে
পথঘাট খাঁ খাঁ পুরো ভেঁপু নাই মেশিনে l
কিন্তু এ পরিবেশ ফিরে পায় সত্তা
জেনে যায় মানুষ তো নয় শুধু কত্তা l
পশু পাখি ডলফিন যতো প্রাণী গোচরে
ফাঁকা পেয়ে খেলে যায় মুক্ত এ ভুচরে l
বনটিয়া, টুনটুনি, চড়ুই ও বিড়ালি
গোসাপ বা বেজি যতো বড়ো মনখেয়ালি l
উঠোন জুড়েই তারা খেলে করে গান নাচ
বাড়িতেই পশুখানা পশুদের মধুমাস l