১. সকাল


পাতার ফাঁকে দূর গগনে
সূর্য মামা ওঠে
দীর্ঘপথের প্রান্তসীমায়
লালচে আভা ফোটে


আঁধার কেটে নতুন সকাল
পথ উজ্জ্বল করে
প্রানীসকল জেগে ওঠে
কর্মের পথ ধরে


রাত্রির নীরবতা ছেড়ে
পথে জীবনের ঢল
স্বেদ ক্লান্তির অবসানে
প্রার্থিত কোলাহল l


২. সকাল হলেই


সকাল হলেই টুপ করে ঐ সূর্য্য নামে জলে
নদী সাগর জলা জঙ্গল পাহাড় মরু স্থলে l
সকাল হলেই মোরগডাকে ঘুম ভেঙে যায় ঠিক
কাঁধে লাঙল নিয়ে চাষী ছোটে জমির দিক l
কলকাকলি জগৎ জুড়ে আলস্য যায় ভেঙে
বাজার হাটে লোকারণ্য সবাই পথে নামে l
কলে ভেঁপু বাজলে ছোটে মেহনতির দল
রুজি নিয়ে চিন্তা সবার সৎ এর থেকে খল l
ঘরে ঘরে নিত্যকর্ম নিয়ম করে চলে
স্কুল কলেজে মাঠে ঘাটে মানুষ সদলবলে l
হাজার রকম যানবাহনে চলে মানুষজন
এখান থেকে সেখান ছোটে, ছোটে সর্বক্ষণ l
সকাল হলেই পাড়ার মুদি আগল খোলে তার
দেখতে দেখতে ভিড় জমে যায় কতো খরিদ্দার l
শান্তিপথে আন্দোলনে চলে কাজের ধারা
সকাল হলেই গমগমাগম ভাঙে সকল কারা l
সকাল হলে শুভেচ্ছাটি হোয়াটসঅ্যাপেতে আসে
সুপ্রভাতের বার্তা, ছবি, ভিডিও গান ভাসে l


** ছড়ার খেয়ায় ভেসে বেড়াই সংকলনে জুলাই, ২০২১ প্রকাশিত, পৃষ্ঠা - ৬১