রঙ ঢেলে যান রঙের মালিক সেই রঙে মন রাঙা
কালিঝুলি এই জীবনমাঝে সেই রঙে মন চাঙ্গা
হাজার লক্ষ মানব বনে নাগর মেলে কতো
কোন্ নাগরে জীবন ধন্য কোন্ নাগরে মৃত ।
সোনার ভেলায় মন ভেসে যায় অনির্দেশের টানে
মরমে আগুন-দীপ জ্বলে যায় নদীর জলের বানে
আলো আঁধার ডাক দিয়ে যায় ছক ভাঙ্গা সব খেলা
সাঁতরে কেউবা নদী পার হয় কেউ ডোবে দুই বেলা।


মন ক্যানভাসে ফুটে ওঠে কতো নতুন রঙের চাল
রঙের পরশ শিল্পীছোঁয়া কতো প্রকৃতির ঢাল
নীল নীলাকাশ কতো রঙ মেখে শূন্যেতে দেয় লাফ
গভীর গহ্বর কালো বর্নের পাশে সোনালীর হাঁক
প্রকৃতি ফাগুন মরমে আগুন সোনার ভেলায় চড়ে
নদীবুকে শুধু ডাক দিয়ে যায় প্রিয়তমা নাম ধরে l