সামনে দেখি পিছে দেখি মায়ার খেলা সবখানে
পেছনে মা মহামায়া সামনে স্নেহময়ী মায়ে ।  
পেছনে মা রুদ্রমূর্তি অস্ত্র হাতে শাসন করেন
অনাচার আর অত্যাচারে শক্ত হাতে দমন করেন ।
সামনে স্নেহময়ী মাতা সন্তানের ঐ হাত ধরেন
সংস্কারী আচরণে নিজ সন্তানকে গড়ে তোলেন ।
তিনি আবার ইস্কুলেতে নিয়মনিষ্ঠ দিদিমনি
ভালোবাসা স্নেহ দিয়ে পাঠ প্রদানে রতা তিনি ।


মায়ের কাজে মায়ের সাজে মা জাতিরা সিদ্ধহস্ত
শাসন এবং ভালোবাসা উচিতমতো করেন ন্যস্ত ।
জায়গামতো কোমল অতি স্নেহের বারি ঝরে পড়ে
প্রয়োজনে সেই মা আবার রণচন্ডী রূপ ধরে ।
দুষ্ট দমন শিষ্ট পালন মায়ের আছে দুটোই ধরা
ঐ চোখেতে আগুন ঝরে ঐ চোখেতে স্নেহ ভরা ।