আমার মায়ের ভাষার ওপর আঘাত আনে যে
ঘরের মানুষ সাগরপারের হোক বলবান সে l
মায়ের ভাষা প্রাণের ভাষা মনের কথা বলি
প্রথম চক্ষু মেলার থেকে এই ভাষাতেই চলি l
ভাষা শুধু ভাষা নয় গো আরো অনেক ধারা
ভাষা ঘিরে গান কবিতা নাটক গল্প সারা l
ভাষা ঘিরে পুজো পার্বণ বারো মাসে তেরো
ভাষা নিয়েই আছি বেঁচে ভাষা জীবন খেরো l
ভাষা আছে বলেই জাতি ইতিহাসে টেকে
ভাষা হারায় যে মানুষে তাদের বাঁচা ফিকে l
ভাষার ওপর আঘাত যখন এলো উর্দু থেকে
পুব বাংলার মানুষ তাঁরা লড়াই করে টেকে l
ভাষার জন্য রক্ত দিয়ে বাঁচলো ভাষার মান
সেই লড়াইয়ে রাষ্ট্র এলো বিরাট এ সম্মান l
একুশ আমার মায়ের ভাষা একুশ ভাইয়ের বলি
একুশ জাগায় জাতিসত্ত্বা একুশ নিয়ে চলি l
আমার মায়ের ভাষার ওপর আঘাত আনে যে
ঘরের মানুষ সাগরপারের হোক বলবান সে
লড়াই করে রাখবো ভাষা রাখবো ভাষার মান
মায়ের ভাষা জাতির কাছে সবচেয়ে বড়ো দান l