নাড়ির ভীষণ টানে
শেকড়হারা দুজন মানুষ
বাংলাদেশে এসে খোঁজে
অতীত দিনের মানে ।


ছয়টি দশক পার হয়েছে
কিংবা ধরো সাতটি
রাজনীতির শিকার হয়ে
দেশ ছেড়েছে কতো মানুষ
আর ছেড়েছে জাতটি ।


দেশ হারিয়ে জাত হারিয়ে
স্বদেশে বিদেশে
কোনোরকম টিকে থাকা
অতীত ভিতর পুষে ।


প্রজন্ম এক তারই  
নাড়ির টানে বেরিয়ে পরে
দেয় সীমানা পাড়ি ।


দূর সম্পর্ক মেলে কোথাও
মেলে ভিটে মাটি
কোথাও সবই হারানো সুর
ইতিহাসের বাতি ।


হৃদয় জুড়ে আবেগ ভাসে
নয়ন ভাসে জলে
পর প্রজন্ম খুঁজে বেড়ায়
সুদূর অতীত তলে ।


রাজনীতির শিকার হয়ে
মানুষ হারায় ভিটে
সব হারিয়ে সরল মানুষ
উভয় পারের ওড়া ফানুস
যুগ যুগান্ত পরেও আবার
নাড়ির টানে ছোটে ।