সময় কতো প্রমাণ রাখে
কবি শিল্পী সেটাই আঁকে।


রবি নজরুল তাই এঁকেছেন
সুকান্ত ভাই তাই ছেপেছেন।


রবীন্দ্রনাথ করেন যেটা
মানায় কি সবার সেটা ?


কোথায় ছিলেন রবীন্দ্রনাথ ?
কখন তিনি কবিগুরু ?
নোবেলপ্রাপ্তি বিদেশ থেকে
সেই তো তাঁর খ্যাতির শুরু !


তারও আগে বঙ্গভাগে
আন্দোলনে সবার আগে।
রাখি সঙ্গীত লিখে দিয়ে
দুই বাংলা দেন মিলিয়ে।


খ্যাতির আগে সবাই সমান
সবার লেখায় এক অভিমান।


আঁকেন যারা দুষ্টু লোক
তাদের একটু বুদ্ধি হোক !