আসছে ধেয়ে আসছে ঐ  
গণতন্ত্রের নিনো
দিনগুলো তার গুণো !
শুরু হলো ধাপে ধাপে প্রশিক্ষনের পালা
ধারা এবং উপধারায় কান হলো ঝালাপালা !
এটা বোঝো সেটা বোঝো অনেক বোঝার শেষে
যুদ্ধ অবশেষে
কোথায় বা তার নিয়ম গেলো
কোন্ টেবিলের তলায়
আইন রক্ষা করতে গিয়ে
ফুটলো কাঁটা গলায় !
সাঙ্গপাঙ্গ নিয়ে আসে মুখঢাকা ওই ওরা
মানুষগুলোর ইচ্ছাসকল চটকে আলুর বড়া !
কোথায় গেলো মাথা আইনের
কোথায় বা তার স্নেহ
রেললাইনে পড়ে থাকে ভোটকর্মীর দেহ !
মা হারালেন সন্তান তাঁর ছেলে হারান পিতা
স্ত্রী হারান জীবনসাথী গণতন্ত্রের চিতা ।
তারপরেও দোলখেলা, বিজয় উৎসব চলে
এই দলে সেই দলে
নানা রঙের আবীর মাখে বিজয়ী সব নেতা
গণতন্ত্রের নিনো এ যে সবাই অভিনেতা !