একটা দেশে অনেক মানুষ কতো রকম তাদের গড়ন
কেউ বা তারা লুট করে যায় কেউ যেচে নেয় শুধুই মরণ ।
সীমান্তে ঐ রব উঠেছে ছুড়ছে বোমা শত্রুরা
পাহাড় নদী ডিঙিয়ে এগোয় দেশের জওয়ান বন্ধুরা  ।
যুদ্ধে গিয়ে প্রাণ হারালো মায়ের বুকের গুপ্তধন
রক্তে রাঙা দেশের মাটি রক্তে ভেজা তাঁদের মন ।
গাঁয়ের ছেলে যুদ্ধে গিয়ে প্রানটা বিলায় অকাতরে
বাক্সবন্দী দেহটা তাঁর মায়ের চোখে অশ্রু ঝরে ।
নিজের প্রাণটা তুচ্ছ করে রাখলো যারা দেশের মান
তাঁদের কাজের প্রমান চেয়ে উঠছে দাবি অসম্মান ।
আয়েসে যার দিন কেটে যায় নিরাপত্তার ঘেরাটোপে
তারাই কতো হিসাব করে নিজের লাভের অঙ্ক কষে।
দেশের ভেতর লুটতরাজের চলছে শাসন ভাঙছে আইন
নিচ্ছে সবাই হিসাব বুঝে যতোই ফাটুক প্রান্তে মাইন ।


শিশুকালের মিথ্যে লড়াই সত্যি হলো যৌবনে
ডাংগুলি আর গুলতি ছেড়ে গুলির লড়াই দর্শনে
ধন্য হলো দেশের মাটি বীর জওয়ানের লড়াইএ
এদিকে দেশে ছায়াযুদ্ধ হারে না কেউ বড়াই এ ।