পথ ভুলে নয় ইচ্ছে করেই আজ তোমার পথে আসা
জানি এ পথে বিকিকিনির ঝুড়ি বয়ে যাও প্রতিদিন
তোমার সঙ্গে পথ চলে ধূলিকনা তোমার অঙ্গসিক্ত বাতাস
অজানা বাজারের খোঁজে এই পথ ছেড়ে অনেক পথে
মিশে যাও তুমি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে
অতো পথ চিনি না আমি
শুধু জানি যাওয়া এবং ফেরার পথে এই পথটুকু
তোমার শুরু এবং শেষের কয়েক পা চলা
সেখানেই নিজের মতো করে তোমার সঙ্গে দেখা হবে
যে কথা বলতে চেয়েও বলি নি এতদিন
আজ সব আগল খুলে উজার হবো তোমার সামনে
সুইস গেট খুলে যেমন জল অপর পারে যায় ফেনা তুলে
আমার মুখের ফেনায় আছি আমি, আমার মনোবাঞ্ছা
ফেনা অনুবাদ করে তুমি বুঝে নিও প্রতিবারে তোমাকে
ঠিক কি বলতে চেয়েও বলে উঠতে পারি না আমি l