কুলিকবনের শিয়ালমনি সেজে ওঠে রাতে
ছবিকথায় বর্ণনা পাই মাধব কেশব সাথে l


ছবি শুধু ছবি নয় আঁধারের কথা
আঁধারের মাঝে ঐ আলো রসিকতা l
পুজো হবে মেলা হবে হবে নাচ গানা
কিন্তু করোনা তাই বহুকিছু মানা l
পুজো দেখো ছবি তোলো মজা করো রাতে
কিন্তু ঘরেতে ঢোকো কাল শুভ প্রাতে l
কালকের মেলা আর হবে না এ বছরে
জনতার কারফিউ অবশ্য করো রে l


সারাদিন ঘরে থেকে দেশময় সংগ্রাম
রোদের তাপেতে দেখো করোনার পরিণাম l
যাবে যাবে করোনা যাবে সে অবিশ্যি
সত্যিই চলে গেলে করবো হবিষ্যি l
হবিষ্যি শেষ করে নিয়মের ভাঙনে
ভরে যাবে কতো খুশি আমাদের আঙ্গনে l
করোনা বিদায় নিবে কারফিউ ঘুষিতে
মেলা হবে খানা হবে গানা হবে খুশিতে l