ঐ ঝড় এলো রে চড় চড় দুম দাম শোঁ শোঁ শব্দ,  
আঁধার ঘনিয়ে এলো আধমরা আছে যারা তারা সব জব্দ l
গাছ ভাঙে রাস্তায় পথ ঘুরে যায় লোকে,  
যার গেলো বাড়ি ভেঙে সে পড়ে মহা শোকে l


যতো সব কাঁচা পাকা ছিলো পথে দাঁড়িয়ে
জোরদার ঝড় এসে দিলো সব নাড়িয়ে l
কেউ গেলো ভেঙে পুরো কেউ বেঁকে টিকলো
যার যার বাড়ি তারা ঠেকে কিছু শিখলো l


ব্যবহার করে যা হয়ে গেছে জীর্ণ
অযত্ন উপেক্ষায় কাঠামোটা শীর্ন l
এই পড়ে সেই পড়ে তবু নেই যত্ন
নতুন নতুনে শুধু খুঁজে পায় রত্ন l


পথ জুড়ে পাড়াময় থাকে কতো কঙ্কাল
মাসে মাসে প্রতি মাসে জমে যতো জঞ্জাল l
সে সবে নজর নেই শুধু খালি ছুটে যায়  
পুরনো পুরনো হয়ে এই যেন পড়ে যায় l


সমাগম কোলাহল হঠাৎ পতন তার
কতো কতো প্রাণহানি ধ্বংসের অবতার l
ঝড় এসে সাফ করে আছে যতো ভঙ্গুর
এক ঝড়ে ভেঙেচুরে পৃথিবীটা সুন্দর l