সকাল হলেই পড়তে বসো ভাল্লাগে না আর
মনটা যখন যায় উড়ে যায় পদ্মদীঘির পার l
পদ্মদীঘির পারে কেমন সোনালী রোদ খেলে
হাঁসেরা সব সাঁতার কাটে জলে নামে জেলে l
জালে খেলে রূপালী মাছ চড়ুই নাচে গাছে
পাথরকুচির পাতার ফাঁকে শিশির জমে আছে l
বাতাস চলে মন্দগতি হৃদয় ভরে সুরে
ঢেউ খেলে যায় দীঘির জলে ঢেউ খেলে যায় দূরে l
টুনটুনি তার বাসায় বসে শাবক সকল ঘিরে
আবছা আলোয় কি খুঁজে পায় গাছের পাতার ভিড়ে l
ভাবে এবং ভালোবাসায় টাপুর টুপুর গানে
পদ্মদীঘি যায় ভরে যায় অমল অসীম দানে l
পুরুতমশায় মন্ত্র পড়েন ছাত্র পড়ে পড়া
কুকুর চেঁচায় অকারণে পড়ে না চোর ধরা l
পদ্মদীঘির পারে খেলে খোকার অবোধ মন
পড়াশোনার থেকেও বেশি দীঘির আবেদন l