অজয় নদীর তীরে হৃদয় গেছে চুরি
সাদাকালোর ভিড়ে বয়স যখন কুড়ি l
কংক্রিটের ঐ বাঁধন ভেঙে ছলছলাছল জলের
দূর দিগন্তে মেঘের সারি অনন্ত অতলের l
ছাইরঙে সব মেখে আছে মাটি জল ও আকাশ
হৃদয় জুড়ে বইছে কেবল সুমিষ্ট সুবাতাস l


এমন দিনে সুজন বিনে কাটবে কেমন বেলা
মনের ভেতর উথাল পাথাল দেয়া নেয়ার খেলা l
জল বয়ে যায় মাটির ওপর জল বয়ে যায় তলে
আকাশ জুড়ে মেঘের মেলা কতোই কথা বলে l
অজয় নদীর চরে এসে একলা দাঁড়ায় মেয়ে
প্রেমের বাতাস বইছে ধীরে তারই পানে চেয়ে
ভেজা বাতাস গান গেয়ে যায় রাগে অনুরাগে
মাটি আকাশ মিলছে এসে দিগন্তের ঐ দাগে l


কালো হরিণ কাজল কালো চোখে
উদাস কেমন থাকবে বলো লোকে ?
মিষ্টি হাসি মুখের 'পরে ভাসে
চাউনি বাঁকা চেয়ে থাকে পাশে l
অজয় তীরে মিলবে এসে তারা
ভালোবাসার মূল্য বোঝে যারা l