তুমি কে আর তোমার অতীত তোমার যত ধন
তোমার যত মনের কথা তোমার আপন জন,
মাতৃভাষায় হাসে খেলে ঐ ভাষাতে বাজে
মাতৃভাষা মায়ের ভাষা লাগাও সকল কাজে l


জয়ী জাতি বুদ্ধি করে ভাষার দখল নেয়
নানারকম বঞ্চনা আর যত সব অন্যায়,
ভাষার পথে সংস্কৃতি বদল করে তারা
সব হারিয়ে হেরো জাতি পুরো সর্বহারা l


পরের বসন পরের ভূষণ আত্মভোলা জাতি
সেই আনন্দে মেতে থাকে হয়ে আত্মঘাতী,
আসলে হানা সামলে চলো সামলে রাখো ভাষা
ঐ ভাষাতে রক্ষিত যে তোমার সকল আশা l


যদি কোনো হেরো জাতি ভাষা রাখে ধরে
হাজার লক্ষ প্রলোভনেও যায় না দূরে সরে,
সেই সে জাতির অধীনতা ভাঙে সর্ব জাল
হবেই হবে স্বাধীন সে দেশ আজকে নয়তো কাল l


নিজের ভাষার চর্চা যারা করে নিরন্তর
গান কবিতা সর্ব কাজে ব্যবহার বিস্তর
ইতিহাসে এমন প্রমাণ আছে অনেক অনেক
ঘরের কাছে বাংলাদেশকে স্মরণ করি ক্ষণেক l


কেমন আছে বাংলা ভাষা এই আজকের দিনে
চলো আজকে আলোচনায় সবাই নেই  তা জেনে
অন্য অনেক ভাবনা সাথে এই ভাবনা থাকুক
ফেব্রুয়ারি ভাষার মাসে ভাষা নিয়ে কাটুক l


কেমন করে সহ্য করি মাতৃভাষার হেলা
যে ভাষাতে মাকে ডাকি তাকে নিয়ে খেলা
আগ্রাসনের কোপে পড়ে ভাষার ডানা ছাঁটা
ব্যবহারের বহু স্থানে বাংলা পড়ে কাটা l


ভাষা হলো পরিচয় ভাষা টিকে থাকা
ভাষা গেলে পরাধীন তিলক টা কাটা,
যারা ধরে থাকে ভাষা পরাধীন শীতে
স্বাধীনতা অবশ্য নেয় তারা জিতে l


জন্মে প্রথম মা-কে ডাকি যে ভাষাতে সবাই
সেটাই হলো মাতৃভাষা বোঝা অতি সোজাই,
জীবন তাগিদ বড় তাগিদ কতো ভাষা শেখায়
অন্তরে তবু থাকে সেই মাতৃভাষাই l


মাতৃভাষা সবার কাছে মায়ের মতো মান
এমন জিনিস সবার প্রিয় মায়ের কোলে স্থান,
মায়ের কোলে শুয়ে বসে আদর সাথে শেখা
সেই ভাষাতে জগত জীবন সকল কিছু দেখা l


আপন সত্তা আপন সৃজন মাতৃভাষায় আসে
বিশ্ব মাঝে সকল ভাষা আপন স্বরে হাসে,
শত্রু যদি নেয় গো দখল আপন সীমার পরে
মাতৃভাষা আঁকড়ে নিলে মুক্তি মেলে ঘরে l


অনেক ভাষা শিখে নিয়ে অনেক দেশে গিয়ে
অনেক অনেক প্রাপ্তি পেয়েও মন ভরাতে নিয়ে,
মন ভরাতে সেই তো শেষে মাতৃভাষায় ফেরা
সবার কাছে দিনের শেষে মাতৃভাষাই সেরা l


ভাষা প্রাণ ভাষা মন ভাষা বেঁচে থাকা
ভাষা ঘিরে মন মাঝে কতো ছবি আঁকা
ভাষাকে ধরেই চলে আরো কতো চলা
ভাষা আছে তাই আছে মন খুলে বলা l