একদিন ঘুম পেলো সুকুমার বাড়ই-এর
ঘর ছেড়ে বনে গেলো বুদ্ধিটা পাড়ই-এর ।
বড়ো বড়ো গাছ আর জঙ্গল ঝোপ ঝাড়
পশুপাখি সাপখোপ রাশি রাশি এন্তার ।
রোদ ঝলমল এক গাছ পায় সুকুমার
কান্ডটা বেশ মোটা শোয়া যায় বেসুমার ।
অগত্যা নিরুপায় সেই গাছে উঠে যায়
হাতের বালিশ করে বেশ ভালো শোয়া যায় ।
রোদ পড়ে চোখেমুখে চশমার ঝিলিকে
লালফিতা কিনেছিলো সে বছর মিরিকে
তাই ঝোলে দুই পাশে সুকুমার শুয়ে পড়ে
একপাশে কাত হয়ে পাড়ি দেয় ঘুম জ্বরে ।


চিন্তায় বন্ধুরা একি ঘুম হায়রে
বনে থাকে কতো পশু মানুষকে খায় রে ।
গাছে উঠে চিতাবাঘ বিছানাটা পাতবে
নাদুস নুদুস ধর চিতা তোকে চাটবে ।
তাছাড়াও পড়ে গিয়ে শরীরটা ভাঙবে
কিছু পরে বনে ঠিক রাত্তির নামবে ।
নেমে পড় ওরে বাপ ঘরে ফিরে চল রে
তাড়াতাড়ি একথাটা ওকে কেউ বল রে ।