সবুজবরন পাতা আর হলুদবরণ ফুল
কাঁটাতারের উভয় পারে খুশিতে মসগুল
অঝোর বৃষ্টিধারা বাতাস পাগলপারা
আবাসগৃহের ওপরেতে আছড়ে এসে পড়া
সবুজ প্রাণের পরশ হলুদে তার হরষ
এ ওর গায়ে এলিয়ে পড়ে এমনটা সে সরস
বৃষ্টিজলে ধোওয়া মনের বাসর পাওয়া
নবীন প্রবীন মিলে গিয়ে একাত্মতার হাওয়া
মহীরূহ পাশে ঐ দূর দিগন্ত ভাসে
শত আপদ সামলে বাঁচা ভালো কিছুর আশে
সবুজ মানে কাঁচা নিত্য নতুন বাঁচা
কৃত্রিমতা ছেড়ে দিয়ে হৃদয় দিয়ে নাচা l


ফুলের ফলের জগত ভরে খুশির আমেজ নিয়ে
গহন বনে হারিয়ে গিয়েও নিজকে খুঁজে পেয়ে l