রাস্তা ধরে হেঁটে যায় পায়েরা
যেমন আকাশে ওড়ে ডানাগুলি
আর জলে হাতড়ায় পাখনা l


কারখানার ভো শব্দে জেগে ওঠে পাড়া
নাদির শাহেরা সীমা পেরিয়ে চুরি করে শ্রম
যেমন ঈগলের নখরে মুহূর্তে বন্দী জলচর l


শাসক এবং শাসিত
খাদ্য ও খাদক
জীবনচক্রে বন্দী জীবকুল
তবু কোথাও সীমা পেরুনোর হুঙ্কার
হিংসার রণডঙ্কার l


রণপা চড়ে এখন সীমা পেরোয় খেলোয়াড়
ওভারল্যাপিং প্রতি পদে
গুটি নিজেই সাজিয়ে জয়ের ছক কষে
নিজেই আম্পায়ার
খেলা শুরুর আগেই ভবিষ্যৎ নির্ধারিত l