জাল ছড়াই জালে জড়াই
সম্পর্ক ভিত গড়ে
আঁশটে গন্ধ পেলে পর
ভিতটা যায় নড়ে l


বিশ্বাস যেখানে দৃঢ়
শ্রদ্ধা পারস্পরিক
ভালোবাসার ঘনবসতি
সম্পর্ক আন্তরিক ।
আঁধার আলোর সমানুপাত
নাই আঁশটে গন্ধ
লাগে না কোনো শক
সম্পর্ক চির আবদ্ধ ।


কৃত্রিমতা প্রধান
পরিচয় সাময়িক
বিশ্বাস নেই কোনো
সন্দেহবাতিক
এক দোলাতেই ভেঙে পড়ে
লোকদেখানো গড়
ভিত নড়বড় ।


জাল ছড়ায় যে
নিজেকে হারায় যে
সব হারানোয় পেয়ে যায় সে
নিজের আপনকে l