যে মা গড়ে তোলে
দেয় প্রাণবায়ু
সময় বিরূপ হলে
কাড়ে পরমায়ু


নদীমাতৃক দেশে
হল কর্ষণ
সব করে নদী তার
ভরণ পোষন


অনেক অনেক জলে
বর্ষার গাঙে  
ভরা নদী ঐ যায়
এক পাড় ভাঙে


খর নদী ফুলে ওঠে  
স্বপ্নের ঘোরে  
পাড় ভেঙে গাঁ উজাড়
উত্তাল তোড়ে .....