গাছের বনে পাতার ফাঁকে চাঁদ উঠেছে ঐ
যশোদা বলেন ওরে কেশব যাদব মাধব কই ?
যাদব গেছে নাও বাইতে মাধবও তার সাথে
খেয়ায় করে সখি পারাপার চাঁদনী মধুর রাতে
মাঝ দীঘিতে ঢেউ উঠেছে উথাল পাথাল নাই  
ছই এর মাঝে বসে সখি ভয়াল চোখে চায়
পরাণ মাঝি গান জুড়েছে দু কূল বেয়ে দূরে
নদীর টানে মাঝির গানে ঢেউ উঠেছে সুরে
চাঁদের কিরণ নাওয়ের ওপর দীঘির চলাচলে
সখিরা সব কিচিরমিচির কতোই কথা বলে
অনেক সখি কতো রুপী এক সখিতেই চোখ
তার জন্য এত নাটক এতটা নোকঝোঁক  
যাদব মাধব পারানি নেয় সব সখিদের থেকে
বিশেষ সখির বেলায় এসে কথাটা যায় বেঁকে l


এদিকে চাঁদ জ্যোৎস্না ঢালে গাছ ও পাতার ভিড়ে
সোনালী আভায় ঝরে পড়ে লক্ষ মানিক হীরে l