সক্কালে ব্যায়ামে যান প্যালারাম বিশ্বাস
মাঠে গিয়ে জোরে চলে শ্বাস ও প্রশ্বাস,
ব্যায়াম করে প্যালারাম দিনে দিনে পালোয়ান
ভরা শীতে গায়ে দেন মিহি সুতো আলোয়ান l


ব্যায়াম করে খিদে বাড়ে খান পুরো সাঁটিয়ে
বউ ছেলে মেয়েদের রীতিমতো খাটিয়ে,
খাটিয়াটা পেতে ছাদে নাক ডেকে ঘুম যান
ঘুমঘোরে যেন চলে নাকসেনা অভিযান l


সে ডাকের শব্দ ঘরে সব জব্দ
পশুপাখি আছে যতো তারাও তো ঘাবড়ায়,
বাকি সব নিজ নিজ কাজ নিয়ে মেতে থাকে
গোয়ালেতে গরু যতো তারা শুধু জাবড়ায় l


পাড়ায় ও শহরে সমস্যা গহ্বরে
আছে যারা চলে আসে প্যালারাম সমীপে,
লড়ায়ে বা ঝগড়ায় যারা সব রগড়ায়
বিচারের আশা নিয়ে চলে আসে এদিকে l


মোটে নয় ঠাট্টা গোটা কয় গাট্টা
প্যালারাম ঠুকে দেন চাঁদি ধরে সব্বার,
মুহূর্তে সমাধান সমস্যা সকলের
গাট্টার চাঁটি খেয়ে বেশি নয় একবার l


একবার এই চাঁটি খেয়ে নেন রানীমা
বুঝে নেন ভাত রুটি যে শ্রেণীর জোটে না,
তাদেরকে বলা যে - কেক খাও তাহলে
এটা পুরো ঠাট্টা
বুঝে নেন রানীমা খেয়ে এক গাট্টা l


সবকিছু ঠিকঠাক প্যালারাম পালোয়ান
ভরা শীতে গায়ে দেন মিহি সুতো আলোয়ান,
সেই প্যালা ঠক ঠক ভয়ে শুধু কেঁপে যায়
ছোটো এক পিঁপড়ে যদি তাকে কামড়ায় l