দাদা আমার নিজেই আঁকেন ছবি
সেই ছবিতে ছড়া লেখা এখন যে তাঁর হবি ।
সেই ছড়াতে ছন্দ থাকে, থাকে শব্দখেলা
থাকে কতো ব্যথা অনু ভাব ভাবনা মেলা ।
আরও থাকে প্রেমের ছোঁয়া নতুন বউ এর বরণ
জীবনহাটে আসা যাওয়া নিত্য জীবন মরণ
প্রতীকধর্মী ছবিগুলি ছড়ায় সে ভাব এনে
মাঝনদীতে নাও ভাসিয়ে ভাবিত দর্শনে ।
ছড়ার ডালি মেলে ধরেন পাতায় কলম ধরে
জীবনগ্রন্থির বাঁধন খুলে একটা একটা করে ।
পরতগুলি যায় যে সরে জীবনের উন্মোচন
ছবি ছড়ায় জীবন এঁকে করেন মনোরঞ্জন ।