বিদ্যুৎ চমকায় আজও l
তবে আগে দেখেছি
এক একটি চমকে সাগর পাহাড় কেঁপে উঠত l
এখন বিদ্যুৎ চমকানোর আগে অনুমতি নেয় l
অনুমতি নেয় সময়, তিথি - তারও l
মতাদর্শ নত করে মধ্য রাতে পিসার মিনার l
চমকায় - তার জন্য পারিশ্রমিক আছে
আছে পুরস্কার l
এক একটি চমকে সাগর পাহাড় উজ্বল হয়ে ওঠে l


সাহস, স্পষ্টবচন যুগনির্ভর
এবং বিনিময়যোগ্য l
যে কবিতায় দুলেছি এতদিন
খবর ঢেউ তুলেছে রক্তে  
সেই কবিতা এখন প্রশস্তিবচন
আর খবর মুখাপেক্ষী
চতুর্থ স্তম্ভের পতনের সাক্ষী l

বিদ্যুৎ চমকায় আজও
বিরোধাভাস নয়, করে অনুগমন l