উইক ডে'তে খেটে খেটে নেয়ে ঘেমে কাদা
ছুটিতে পলাশ ভায়া চকচকে সাদা l
রোজ রোজ ভিড় বাসে সফর নিয়তি
তারপর ইস্কুলে পরিশ্রম অতি l
গায়ের ঔজ্জ্বল্য তার হয়ে যায় ম্লান
প্রশাসন দেখে না তা নাই চোখ কান l
খেটে খেটে প্রতিদিন চাপ নিতে নিতে
পলাশের রঙ ফিকে গরমে কি শীতে l


যারা খায় বাড়িতে প্যান্টে কি শাড়িতে
আসে যায় স্কুল করে থাকে কি মজায়
বাদুড় ঝুলে সে বাসে রোজ রোজ স্কুলে আসে
দুপুরের খাওয়া সে খায় নয়টায় l  
সারাদিন বাইরে খাওয়া দাওয়া নাই রে
দোকানের চা মুড়ি হয় না হজম
বন্ধুরা সুখে থাকে একাই সে পড়ে পাঁকে
দিন দিন প্রতিদিন কমে যায় দম l


তাই তো সে ছুটিতে মিঞা বিবি জুটিতে
খাওয়া পড়া শোয়া বসা ইচ্ছেমতন
ফল তার হাতেনাতে উজ্জ্বল গায়ে হাতে
পলাশের নাম তার হয়েছে সফল l