আমাদের দেশ বড়ো বড়ো তার নীতি
সবকিছু নিয়মেতে অপ তেজ ক্ষিতি
ব্যোম ও মরুৎ তারা যায় নাকো বাদ
মোটা এক বই জুড়ে ধরা মতবাদ l
সংবিধানের নামে দেশকে শাসন
রোজ রোজ প্রতিদিন টলছে আসন l
যে যতো জানে আইন ভাঙে ততো বেশি
শাস্তির ধারা খায় আকাট স্বদেশী l
বিচারের বাণী কাঁদে বছর বছর
সাদামাটা লোক যারা জেলের ভিতর l
পড়ো পড়ো আরো পড়ো বহু পড়া শেষে
মাথা ভরা জ্ঞান আর ডিগ্রীটা মেশে
কিন্তু পকেট যদি থাকে পুরো ফাঁকা
যদি কারো থাকে নাকো দাদা মামা কাকা
ক্ষমতার উঠানেতে নেই বিচরণ
তার সব জ্ঞান পড়া শুধু অকারণ l
শুধু শুধু ফিরে আসে বিফলতা তার
সেই পায় সফলতা টাকা আছে যার l
পিতামাতা দেখে যান এ কি পরিহাস
বখাটের কাজ জোটে মেধাবীর বাঁশ l