ভর দুপুরে পথ কুকুরে যেই না দিলো হল্লা
নদীর কূলে আগর খুলে যাত্রা করে মাল্লা ।
মেঘ তো ডেকে বললো হেঁকে এই এখুনি ঝরবো
পথে ঘাটে হাটে বাটে সকল গর্ত ভরবো ।
চাঁদের কোণে সঙ্গোপনে আড়াল থেকে বুড়িটা
চরকা কেটে সুতো বোনে আরও বানায় ঘুড়িটা ।
বনের ধারে পুকুরপাড়ে যতো ছেলে ছোকরা
বউরা সবাই সদলবলে কাঁচতে থাকে ধোকরা ।
বনের ভেতর বন্য শুকর খুঁজেই চলে খাদ্য
পূজোপার্বণ শুরু হলে ঢাকি বাজায় বাদ্য ।
এরই মাঝে সকাল সাঁঝে ফুল ফোটে আর ফলটা
পাড়ার মাঠে বিকাল কাটে খেলে ছেলের দলটা ।
নীল আকাশে জল বাতাসে উড়ছে খুশির বন্যা
পরব এসে দুঃখ ভোলায় খুশি পুত্র কন্যা ।