পথে পথে কতো মায়া কতো জাল কতো টান
প্রতি পথে কতো সুর কতো তাল কতো গান
জীবনপথের পথিক সকল সদাই রয়েছি পথে
কভু পায়ে হেঁটে শকটে কখনো কখনো আজব রথে
যার যার মতো পথ বেছে নিয়ে চলেছি নিরুদ্দেশে
পথের কারণে ভিন ভিন দেশে পৌঁছেছি অবশেষে
এক সে বিধাতা স্রস্টা সবার তবু জনে জনে কতো বাঁক
পথটা যেমন সেই অনুসারে বেড়ে ওঠে মনু ঝাঁক l


একাধিক পথ এক তার বেছে পথ চলে দেবাসুর
শুরুতে সবাই একখানে থাকে অন্তিমে বহুদূর
গহন বনের মায়াজাল ভেঙে সরু পথ যায় চলে
আলোকের দিশা কতো অমানিশা বহু কথা যায় বলে
পথের পথিক সারাটা জীবন পথমাঝে সব পাওয়া
যে যেমন ধায় সে তেমন পায় সেই সুরে গান গাওয়া l