পটলডাঙার অটলবাবুর ধনুকভাঙা পণ
জীবন দিয়ে করেন তিনি বনের সংরক্ষণ l
পটলক্ষেতের পাশের বনে বৃক্ষচারা বোনেন
গ্রামের যতো মানুষ তাঁরা অটলবাবুর শোনেন l
দু দশ হাতে চারা পুঁতে যত্ন আত্তি করে
পটলডাঙার পাশেই ওঠে দিব্যি বন এক গড়ে l
বনের যতো পশুপাখি তারাও এসে জোটে
হরেক রকম আওয়াজ তাদের গলা দিয়ে ফোটে l
অটলবাবুর বাধ্য তারা নিয়মকানুন মানে
মিলেমিশে বনে থাকে সবাই সেটা জানে l
বাঘ গরুতে জল খেয়ে যায় একই নদীর ঘাটে
নিয়মমতো সূর্য ওঠে সন্ধ্যাতে যায় পাটে l
মানুষ বড়ো শান্ত সেথায় অটলবাবুর মতো
লোকালয় ও বনের সবাই নিজের কাজে রত l
পটলডাঙার অটলবাবুর ধনুকভাঙা পণে
প্রকৃতি ও মানুষ মেলে ভঙ্গ দিয়ে রণে l