নোনতা সাগরজলে স্নান করে আর
মিষ্টি ডাবের জল খায় ভাঁড় ভাঁড় !
ডাব খায় শাঁস খায় ঘোরে বিচ ধরে
প্রাণপ্রিয় সাথে থাকে হৈ হুল্লোড়ে !!


মিষ্টি রোদের ছোঁয়া ছায়া সুশীতল
ঢেউ ধরে নেচে ওঠে সাগরের জল !
রোজকার কাজ ছেড়ে হারিয়ে যাওয়ার
হারাতে হারাতে ফের ফেরত পাওয়ার !!


এই চর এই জল রোদের কিরণ
শালগাছ তমালের বিস্তৃত বন !
হাসিমুখ উন্মুখ উতলা নয়ন
খোলা ঐ চারিদিকে ছুটলো পবন !!


ছুটে যায় মন যেন পবনের সাথে
আন্দামানের ঐ সোনালী প্রভাতে !!