1. পুরুষসিংহ :


সিংহ তুমি বনে থাকো জানি সেটা জানি
বনের রাজা তুমি বটে সেটাও সবাই মানি |
পুরুষ সিংহ থাকেন ঘরে সেটা তো নাও শুনে
বীরসিংহ নাম গ্রামে জন্ম ১৮২০ সনে |
ঈশ্বরচন্দ্র নাম তাঁর তখন হুগলি জেলায়
এখন পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক খেলায় |
পড়াশোনায় বেজায় তুখোড় বিদ্যাসাগর নামে
পরিচিত হলেন তিনি নশ্বর ধরাধামে |
তারই সঙ্গে সংস্কারে যুক্ত হলো মনন
ভাষা সমাজ নারীকল্যান তাঁর আত্মসমর্পন l
নারীশিক্ষার প্রসার শুরু প্রথম তাঁর হাত ধরে
বাল্যকালে বিয়ের প্রথা গেলো দূরে সরে l
বিধবা তাঁর বিয়ের আইনে সফলতা পেলেন
সমাজে তার রূপায়ণে অনেকটা দূর গেলেন l
আত্মশক্তি মাতৃভক্তি দেশের দশের জন্য  
সদাই ছিলেন ব্যস্ত তিনি ধন্য তিনি ধন্য |
বজ্রের মতো কঠোর তিনি কোমল কুসুম সমান
নারীর কাছে ঈশ্বর তিনি পুরুষের কাছে ইমান |


2. গল্পকথায় বিদ্যাসাগর : যাদব চৌধুরী


অনেক অনেক গল্প আছে বিদ্যাসাগর ঘিরে
গল্পগুলি তুলে ধরে সোনা নয় তা হীরে |
সাঁতরে হলেন দামোদর পার মা'কে ভালোবেসে
টেবিল পরে জুতো ওঠে উচিত শিক্ষা বেশে |
নোনা জল নয় ক্ষীরের সাগর শ্রীরামকৃষ্ণ পেলেন
'কুলি' 'কুলি' গল্পে  তিনি শ্রমের শিক্ষা দিলেন |
আ-কার যখন বেশি আসে 'দুরাবস্থা' কথায়
অশিক্ষা তাঁর টের পেয়ে যান অতি গভীর ব্যথায় l
মধুসূদন টাকা পেলেন দয়ার সাগর তিনি
কতো কতো লোকের মুক্তি তাঁরই অর্থে জানি |
জুতো ছুঁড়ে মেরেছিলেন গিরিশ অভিনয়ে
কোমল হৃদয় ভেতরে তাঁর তারই পরিচয়ে |
গোটা গ্রামে চাদর বিলি শীতের আগমনে
মায়ের ইচ্ছা করেন পূরণ সাবাস সে সন্তানে |
কলিকাতা যাবার সময় পদব্রজে তিনি
ইংরাজি সব সংখ্যাগুলো এক দিনে নেন চিনি |
পড়ায় এমন মনোযোগী বিয়ের বাজনা গেলে
কিছুই তো টের পান না তিনি পড়া পাগল ছেলে |
রাস্তার আলোয় পড়েন তিনি টিকি বেঁধে চুলে
পাছে তিনি পড়ে না যান ঘুমের কোলে ঢলে |
বাংলা গদ্য মুক্তি পেলো তাঁরই লেখা ধরে
'বর্ণপরিচয়' যে আজো অমর ঘরে ঘরে  |
'ব্যাকরণ কৌমুদী' পড়ি ইস্কুলেতে সবাই
অমোঘ পুস্তক এ এক জেনো ভাষাখানি শেখায়  |
রইলো যে তাঁর সিংহ সত্তা সব বিষয়ে প্রবল
রবীন্দ্রনাথ স্বীকার করেন সারা বাংলায় বিরল |


শেষ জীবনে অতি কষ্টে স্বজন বিহীন হয়ে
দিনগুলি কেটেছে তাঁর খেয়ে না খেয়ে |
কোনোদিন কারো কাছে করেন নি মাথা নত
নীতি আদর্শ শপথ সংকল্প চির সমুন্নত |