ঢাকের কাঠি দিচ্ছে বোল
দিকে দিকে উঠছে রোল
সবাই তোরা বইটা খোল
পড়ার হ্যাবিট গড়ে তোল


যে হাতে কলম সাজে সেই হাত ধরে কাঠি
প্যান্ডেলে প্যান্ডেলে সেজেগুজে পরিপাটি
ঢাক বাজে ঢোল বাজে মনে বেজে যায় সুর
সেই সুরে করে চলে আলোচনা বহুদূর


দিন দিন প্রতিদিন অবিরাম লেখনী
লিখে যায় করে যায় লেখনীর সৃজনী
যা কিছু লেখে লোকে পড়ে নেয় শীঘ্র
গভীর গভীরে গিয়ে আলোচনা দীর্ঘ


গল্প ও কবিতা কিংবা উপন্যাস
প্রবন্ধ লেখে যারা কতো তার বিন্যাস
সবকিছু পড়ে নিয়ে শান দিয়ে মগজে
পালা করে আলোচনা সৃষ্টির গরজে


সেই আলোচনা আনে সৃষ্টিকে আলোকে
বুঝে যায় সব্বাই মন্দ বা ভালো কে
সাধনায় নিয়োজিত আড়ালের সৈনিক
রাশি রাশি আলোচনা করে যায় দৈনিক


এই আলোচনাগুলো নিজে এক ইতিহাস
নিজগুণে মহীয়ান সৃজনীর অধিবাস
পড়াশোনা গবেষণা প্রকাশনা চলছে
সাহিত্য যা কিছু তার মুখে বলছে


বেঁচে থাক টিকে থাক চলমান লেখনী
লিখনের ব্যাখ্যাতা এই সাধু ভাবনি
পুরুষোত্তম আজ এক ডাক এক নাম
লিখে যায় লিখে যায় আলোচনা অবিরাম


ঢাকের কাঠি দিচ্ছে বোল
দিকে দিকে উঠছে রোল
সবাই তোরা বইটা খোল
পড়ার হ্যাবিট গড়ে তোল