রাই :


জাহ্নবী দত্ত
খায় আমসত্ত্ব,  
ছুটে ছুটে যায় সে
কি যে মজা পায় সে l
কাপগুলো সাজিয়ে
দরজাটা বাজিয়ে
বিছানায় লাফালাফি
সারাদিন দাপাদাপি l
দুষ্টুমি করে খালি
হাতে দেয় হাততালি
রাই তার ডাকনাম
খায় শুধু আম জাম l
শুধু খালি খেলে যায়
বলে - নন্দিনী খেলি আয় l
নন্দিনী বন্ধু সামনেই বাড়ি তার
তার সাথে খেলে যায় দিনরাত এন্তার l
মা ডাকে আসে না
একটুও হাসে না
দরজায় দরজায়
এই আসে এই যায় l
খায় কাজু কিসমিস
মাথা দিয়ে মারে ঢিস l
ইস্কুলে রোজ যায়
তাই তো টিফিন পায়
আর করে নাচ গান
জাহ্নবী বলবান l


নন্দিনী :


নন্দিনী ছোট্টটি দুষ্টুমি করে যা !
সারাদিন খেলা তার ইস্কুলে পড়ে না ।  
সক্কালে ওঠে না ধোয় না সে হাত মুখ
কাজ কিছু করে নাকো সয় শুধু হাত-সুখ  ।
ছবিটাও আঁকে না কোনো গান গায় না
বাবাকে নো পাত্তা মার কথা শোনে না ।
ছোট ভাইবোন যতো সবাইকে দেয় মার
বাবা রাগে তবু তার মেনে নেয় আবদার ।


ওপরের কথাগুলি  সবটাই মিথ্যা
উল্টোটা করে সে ভালো মেয়ে সাচ্চা ।
দুষ্টুমি করে না, নন্দিনী ভালো মেয়ে
খুশি তার বাবা মা এত ভালো মেয়ে পেয়ে ।