1. বইমেলা :


সরগম বদলেছে চলছে জীবন
বইছাড়া বিনোদন হচ্ছে হজম ।
বইমেলা তার মাঝে সুরের লহর
রাশি রাশি বই যেন জ্ঞানের গহ্বর ।
এই বই সেই বই দেখি বই ঘুরে
বই ভিড়ে মন যায় হারানো সুদূরে ।
কোটি কোটি প্রানী সব বিধাতার দান
লেখা পড়া ক্ষমতাটা মানুষেই পান ।
সেই দানে বই হয় কতো কতো লেখা
হাজার বছর ধরে চলে লেখাজোখা ।
বই সব ধরে রাখে ভাবনা মনের  
এদেশের বিদেশের মানুষজনের ।
মানুষ হারিয়ে যায় সৃষ্টিটা থাকে  
সৃষ্টি সাজানো পাই পুস্তক ফাঁকে ।
মহৎ প্রাণেরা সব আজো আছে বেঁচে
পেয়ে যাই পুস্তকে তাঁরা গেছে রেখে l
বইমেলা ধরে থাকে মানব সমাজ
সময়টা জুড়ে যায় কাল আর আজ ।


2. বইমেলা মাঠে : যাদব চৌধুরী
(** উত্তর দিনাজপুর জেলা বইমেলা স্মরণিকা 2022 23 এ প্রকাশিত)


বসে সব মুড়ি খায় বইমেলা মাঠে
খায় আর গান শোনে সময়টা কাটে
মঞ্চে তখন চলে কবিতার পাঠ
মাঠ জুড়ে সমাগম মানুষের হাট
বই দেখে বই কেনে গল্পতে মাতে
মাঠ জুড়ে সকলের বই হাতে হাতে
বছরের কয় দিন বইমেলা ঘিরে
মেতে ওঠে কবিসব কবিতা বাসরে
ঐ মাঠে একধারে ছোটো এক স্টল
জেলা জুড়ে কবি যতো করে কোলাহল
পত্রিকা বই যতো জেলা জুড়ে লেখা
ঐ সেই স্টলটিতে যায় সব দেখা
পাঠকেরা ভালোবেসে নেয় কিছু কিনে
বইসব যায় কমে কমে প্রতিদিনে
মাঠজুড়ে চারিদিকে অনেক দোকান
কিনে নেয় পাঠকেরা যে বইটা চান
বইমেলা  শেষ হয় ঠিক সাতদিনে
সাথে থাকে স্মৃতিগুলো ক্যামেরার ঋণে
গেট দিয়ে ঢুকে দেখি সাজিয়ে গহনা
সাঁঝবাতি সেল করে মেঘনা মোহনা


3. বইমেলায় :


যাচ্ছে কারা যাচ্ছে কোথায় ?
শীত দুপুরে রৌদ্র মাথায় ?
সামনে থেকে পেছন থেকে
ছবি তোলা ভেতর থেকে ।
চলছে গাড়ি পাকুয়াহাট
সেখানে আজ চাঁদের হাট ।
কবি যাঁরা জেলায় জেলায়
সকলে আজ বই মেলায় ।
এই দোকানে সেই দোকানে
বইমেলায় বই এর টানে ।
সেখানে আজ কবিতা বাসর
ছড়া কবিতার জমাট আসর ।
কবি মেশেন কবির ভিড়ে
কথাবার্তায় ভিজে চিড়ে ।
মঞ্চ থেকে কবিতা পড়েন
কবিতা পড়ে পাঠক গড়েন ।
কবি শ্রোতা মুখোমুখি
ভাব শব্দের মাখামাখি ।
কবির কন্ঠে কবিতা আসে
বইমেলার মাঠে ভাসে ।


4. বছর বছর বইমেলায় :


বছর বছর বইমেলায়
গল্প করার সময় পাই
চেয়ার পেতে অর্ধবৃত্তে
আড্ডা মারি খুশি চিত্তে
কর্মক্ষেত্র হাজার রকম
মেলায় মিলে বকম বকম
যার যেমন অভিজ্ঞতা
ততো মধুর রসিকতা l


মধ্যমণি চন্দ দাদা
সংস্কৃতির প্রেমিক সদা
মিলছি বসছি বলছি কথা
বইমেলার সার্থকতা
আরেক চন্দ বসান মেলা
রাজীব ভায়া যোগ্য চেলা
ঘুরছি ফিরছি কিনছি বই
অনুষ্ঠানে হইচই l


মেলা বইয়ের ও মানুষের
লেখক কবির মন ফানুসের
দেশ বিদেশের লেখককুল
পাচ্ছি বই নেইকো ভুল
পাচ্ছি খুঁজে মনের চাবি
সাথে জেলার লেখক কবি
মাঠের মাঝে তাঁবু সৃষ্টি
বিনিময়ে তাঁদের কৃষ্টি l


ছেলে বুড়ো জোয়ান দলে
বইমেলায় সদলবলে
কিনছে বই করছে মজা
খাচ্ছে মুড়ি মিষ্টি গজা
মঞ্চ থেকে কবিতা গান
নাচের আসর কোলাজ পান
লেখক কবি জমাট বাঁধে
কল্পনাতে সৃষ্টি রাঁধে l


রায়গঞ্জে বইমেলা
বছর বছর মনে দোলা
গর্ব শহরবাসী সবার
সত্যিকারের সভ্য হবার
পৌরসভা হাত বাড়ান
সংস্কৃতির কদরদান
তাঁদের প্রতি কৃতজ্ঞতায়
বদ্ধ আছি আমরা সবাই l