রনিদের বনি টা বড়ো তার ন্যাওটা
সবখানে যায় তার সাথে
গায়ে গায়ে সেঁটে যায় পথে পথে হেঁটে যায়
বিপদটা আসে নাকো যাতে l


আর যতো সারমেয় করে শুধু কিঁউ কিঁউ
হিংসাতে জ্বলে পুড়ে যায়
এক তো প্রজাতি তারা তবু এত ভিনধারা
উপবাসে উদর শুকায় ।


এই তো সেদিন পথে ছিলো তারা একসাথে
মিলেমিশে যেন ভাইবোন
রনিদের চোখে পড়ে কপালটা গেলো ঘুরে
হয়ে গেলো বনি টা আপন ।


যতো খুশি খেতে পায় হাসি মজা সবটাই
দেমাকেতে ফুলে তার বুক
পথের সাথীরা যারা আজ সব পর তারা
ভোগ করে নিদারুন দুখ l


রনিদের বনিটা হয়ে তার ন্যাওটা
ঘোরে পাড়া ঘোরে দেশময়
চেনে না বন্ধুদের অহমিকা ফুটে বের
সাথীরা সকলে দ্বেষময় l