যতো এগোই এগোই যতো লক্ষ্য নিয়ে সামনেপানে  
সেই এগুনোর ভিত বোনা হয় শিকড় ছেড়ে পিছনটানে
যুগ যুগান্ত এগিয়ে এসে মহীরুহসম আজকের বাঁচায়
প্রতিটি ভাবনা জুড়ে আছে তার প্রথম দিনের নরম কাঁচায়
তুষ্টি কখনো করেনিকো নাশ নতুন মানব সৃজন
সময় সদাই এগিয়ে চলেছে ঊর্ধ্ব গগনে নয়ন
প্রতি পদক্ষেপে পিছে রেখে যায় সুতোখানা মজবুত
যতো সে এগোয় মাটিতে প্রোথিত শেকড়বাকর ভূত l


কাজচঞ্চল ঝোপ জঙ্গল উঁকি মারে আলো কোণে
সেই আলো ধরে ছুটে চলে মন কতো যায় জাল বুনে
ছোট ছোট চারা মহীরুহ ভারা পাশাপাশি মিলে থাকে
কখনো বিপদ কখনো ভরসা মিশ্র জীবন পাঁকে
সবুজের ফাঁকে আলো ধরে রাখে স্বপ্ন বপন চলে
নানা রঙে মাখা রেখা হয় আঁকা কতো কথা যায় বলে l